Home জাতীয় খবর বক্সনগরে উদ্বোধন হলো সিপাহীজলার একমাত্র নেশা মুক্তি কেন্দ্র।

বক্সনগরে উদ্বোধন হলো সিপাহীজলার একমাত্র নেশা মুক্তি কেন্দ্র।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর ,,২০ আগস্ট ,,

বুধবার বক্সনগর সমরস্মৃতী মিলনায়তন হলঘরে উদ্বোধন হল ভারত সরকার অনুমোদিত আরিয়া যুব কেন্দ্র পরিচালিত সিপাহীজলা জেলার একমাএ নেশা মুক্তি কেন্দ্র । সকাল ১১ টায় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল। আরিয়া যুব কেন্দ্রের রাস্ট্রীয় সভাপতি পি আতরীয়া। ছিলেন এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন, রাজ্য কনভেনার ডালিয়া সিং, জেলা স্বাস্থ্য আধিকারিক সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল বলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়তে এই ধরনের উদ্যোগ আরো বেশি প্রয়োজন। তিনি উদ্যোক্তাদের কাজের প্রশংসা করেন। এলাকার বিধায়ক তফাজ্জল হোসেন এলাকার জনগনকে বলেন সিপাহীজলা জেলার একমাএ নেশামুক্ত কেন্দ্রটি আমাদের বক্সনগর করা হয়েছে এটি খুবই গর্বের বিষয়। এলাকার যে সকল ছেলেরা নেশার কড়ালগ্রাসে নস্ট হয়ে যাচ্ছে তাদেরকে এই নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করানোর জন্য তিনি আহ্বান রাখেন। তিনি বলেন এই কেন্দ্রে নেশাগ্রস্তদের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা মধ্য দিয়ে তাদেরকে নেশা মুক্তির পথে অগ্রসর করা হয়। বিধায়ক তফাজ্জল হোসেন নেশা মুক্ত ত্রিপুরা গর্তে মুখ্যমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version