Home ত্রিপুরার খবর আগরতলা খবর বিধায়কের জন্মদিনে খয়েরপুরে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ।

বিধায়কের জন্মদিনে খয়েরপুরে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২০ আগস্ট,,

বিধায়ক রতন চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করল খয়েরপুর বিজেপি মন্ডলের সংখ্যালঘু মোর্চা। মোর্চার নেত্রী পাপিয়া জাহানের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় খয়েরপুর সেনপাড়া মাদ্রাসার সামনে বিধায়কের জন্মদিন উদযাপন করা হয়। সেই অনুষ্ঠানে সংখ্যালঘু মোর্চার তরফে এলাকার শতাধিক ছাত্র ছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

পাপিয়া জাহান বলেন বিধায়ক রতন চক্রবর্তী শুধুমাত্র বিধায়ক নয় ,তিনি একজন যোগ্য অভিভাবক। তিনি সর্ব ধর্মের লোকদের সমান মর্যাদা এবং অধিকার দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করছেন। তিনি দাবি করেন বিধায়ক রতন চক্রবর্তীর নেতৃত্বে খয়েরপুর প্রকৃত অর্থেই প্রধানমন্ত্রী নির্দেশিত সবকা বিকাশের পথে এগিয়ে চলছে।। বিধায়কের জন্মদিনে তিনি শিশুদের নিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত তোলেন এবং বিধায়কের মঙ্গলের জন্য দোয়া করেন। এদিনের অনুষ্ঠানে মোহন মিয়া সহ অন্যান্য নেতৃত্বে উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিধায়কের জন্মদিন উপলক্ষে এদিন খয়েরপুর এলাকায় দিনভর বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয় । সকালে খয়েরপুর মন্ডল কমিটির উদ্যোগে সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র এবং মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক, সহ-সভাপতি অপূর্ব ভৌমিক সহ অন্যান্যরা।

ওবিসি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষ রোপণ কর্মসূচি। আগামী দিনেও এলাকাতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বলে মন্ডলের তরফে জানানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version