প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৯ আগস্ট,,
মঙ্গলবার ১৯ আগস্ট গোটা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৭ তম জন্মজয়ন্তী। সরকারি ,বেসরকারি সহ বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে মহারাজের জন্মদিনে উনার প্রতি সম্মান জানানো হচ্ছে। এদিন সকালে রাজধানীর এমবিবি চৌমুহনীতে স্থাপিত মহারাজার মর্মর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরবর্তীকালে আগরতলা রবীন্দ্রভবনে আয়োজিত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৭’তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন “আধুনিক ত্রিপুরার স্থপতি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর রাজ্যের অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর দূরদর্শী উত্তরাধিকার আমাদের ত্রিপুরার একটি মডেল গঠনে পথ দেখিয়ে চলেছে। “মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যে বিজেপি জোট সরকার গঠনের পর গত সাত বছর ধরে ধারাবাহিকভাবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, শান্তি এবং অগ্রগতির লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ কৃতি দেবী সিংহ দেব বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরো অনেকে।
অন্যদিকে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন পালন করা হয়েছে খয়েরপুর মন্ডল কার্যালয় সহ খয়েরপুরের বিভিন্ন স্থানে। সেখানে মহারাজের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধায়ক রতন চক্রবর্তী । উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রাজেশ ভৌমিক সহ অন্যান্যরা।