প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৪ অক্টোবর,,
গোপন খবরের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে নেমে সাফল্য পেল বোধজঙনগর থানার পুলিশ। মঙ্গলবার সকালে থানা এলাকার পঞ্চায়েত টিলা বাহার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছেন প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ নেশার ট্যাবলেট।
( ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
পুলিশ বাহার মিয়ার ছেলে রাজু মিয়াকে গ্রেফতার করেছে। ঘটনার বিবরণে বোধজঙনগর থানার ওসি ইন্সপেক্টর প্রশান্ত দে বলেন গোপন খবরের ভিত্তিতে ভোরে বাহার মিয়ার বাড়িতে অভিযান হয়। মহিলা পুলিশ সহ বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আনুমানিক ৩০ গ্রাম ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট। পুলিশ বাড়ী থেকে বাহার মিয়ার ছেলে রাজু মিয়াকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রের দাবি এই বাড়ি ছেলেদের বিরুদ্ধে আগেও বিভিন্ন ধরনের অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।