Home ত্রিপুরার খবর আগরতলা খবর ত্রিপুরায় ৩৫ বছর নাস্তিকের রাজত্ব ছিল: মুখ্যমন্ত্রী।

ত্রিপুরায় ৩৫ বছর নাস্তিকের রাজত্ব ছিল: মুখ্যমন্ত্রী।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৬ সেপ্টেম্বর,,

সোমবার ত্রিপুরার মোহনপুর বড়কাঁঠালে আনুষ্ঠানিক উদ্বোধন হলো নবনির্মিত সিদ্ধেশ্বরী মায়ের দিব্য মন্দির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং শান্তি কালী আশ্রমের চিত্তরঞ্জন মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকার ডাবল স্পিডে বিকাশ করছে। একইভাবে ধর্মীয় সমৃদ্ধি করছে। তিনি সনাতন ধর্মের প্রশংসা করেন এবং ধর্মীয় নীতিতে চলতে নাগরিকদের আহ্বান রাখেন। তিনি বলেন ধর্মকে রক্ষা করলেই ধর্ম আমাদের রক্ষা করবে।

অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন ৩৫ বছরে ত্রিপুরাতে নাস্তিকের রাজত্ব ছিল। তারা নিজেরা নাস্তিক হওয়ার পাশাপাশি সমস্ত মানুষকে নাস্তিক তৈরি করতে চেয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী মোদিজীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে একটা আস্তিক পরিবেশ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা সুন্দরী মন্দির, কসবা মন্দির চৌদ্দ দেবতা মন্দিরের মতোই আগামী দিনে এই সিদ্ধেশ্বরী মন্দির রাজ্যের পর্যটনের ক্ষেত্রে একটি পরিচয় হিসেবে গড়ে উঠবে। তিনি নাগরিকদের ভগবানের প্রতি আস্থা রাখতে এবং বিশ্বাস রাখতে আহ্বান জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version