Home ত্রিপুরার খবর আগরতলা খবর রাজ্যের অগ্রগতিতে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম: মুখ্যমন্ত্রী

রাজ্যের অগ্রগতিতে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম: মুখ্যমন্ত্রী

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ সেপ্টেম্বর,,

এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে রাজ্যের ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিকাঠামো উন্নয়নের মধ্য দিয়েই ত্রিপুরা রাজ্যকে গোটা উত্তর পূর্বাঞ্চল তথা দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলা সম্ভব। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারাই অগ্রণী ভূমিকা নিতে পারেন।জনসাধারনকে সুবিধা পৌঁছে দিতে তথা রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নকে বাস্তবায়িত করতে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। রবিবার ৫৭ তম ইঞ্জিনিয়ার দিবসে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের উন্নতিতে ইঞ্জিনিয়ারদের ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা।

এদিন রাজ্য সরকারের পূর্ত দপ্তর , ত্রিপুরা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারস্, ত্রিপুরা সার্ভিস এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটস্ ও প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নতি এবং অগ্রগতিতে ইঞ্জিনিয়ারদের ভূমিকার প্রশংসার পাশাপাশি বহিরাজ্যে কর্মরত রাজ্যের ইঞ্জিনিয়ারদের ত্রিপুরায় ফিরে এসে নিজের রাজ্যকে মডেল স্টেট হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে আহ্বান রেখেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version