প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৬ সেপ্টেম্বর,,
সোমবার গোটা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ইসলাম ধর্মের প্রবর্তক নবী হযরত মুহাম্মদের আবির্ভাব দিবস তথা ঈদে মিলাদুন্নবী। এই দিনটিতে রাজ্যের বিভিন্ন স্থানে মুসলিম ধর্মাবলম্বী লোকেরা ধর্মীয় শোভাযাত্রা বের করেন এবং বিশেষ প্রার্থনা সবার আয়োজন করেন। আগরতলায় ইন্দ্রনগর গাউছিয়া সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ইন্দ্রনগর গাউছিয়া সমিতির মসজিদ প্রাঙ্গণ থেকে এই মিছিল বের হয়ে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়।
অনুষ্ঠানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষে গাউছিয়া মসজিদের ইমাম বলেন নবীজি বিশ্ব শান্তির দূত হিসেবে পরিচিত। নবীজির জন্মদিনে গোটা বিশ্ব শান্তির বার্তা নিয়ে এদিনের এই শোভাযাত্রা। তবে এই শোভাযাত্রা ছাড়াও রাজ্যের কৈলাশহর, সোনামুড়া, বক্সনগর সহ বিভিন্ন স্থানে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নবীজির জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির, প্রার্থনা সভা এবং বিভিন্ন ধরনের মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।