Home ত্রিপুরার খবর খার্চি:প্রস্তুতি খতিয়ে দেখতে চেয়ারম্যানের নেতৃত্বে প্রশাসনিক দল।

খার্চি:প্রস্তুতি খতিয়ে দেখতে চেয়ারম্যানের নেতৃত্বে প্রশাসনিক দল।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৬জুন,,

উওর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী খার্চি উৎসবকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গেছে খয়েরপুর পুরাতন আগরতলা চৌদ্দ দেবতা মন্দিরে। জাতি ,জনজাতির মিলন মেলার এই উৎসবের আগে সাজিয়ে তোলা হবে চৌদ্দ দেবতা মাতাবাড়ি চত্বর। এই উপলক্ষে বুধবার পুরাতন আগরতলা স্থিত চৌদ্দ দেবতা মাতা বাড়ি চত্বর পরীক্রমা করেন বিধায়ক রতন চক্রবর্তীর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ,জিরানীয়া মহকুমা শাসক , পুরাতন আগরতলা ব্লকের বিডিও এবং পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান সহ অন্যান্যরা। তারা মন্দির চত্বরে রঙের আস্তরণ সহ অন্যান্য সাজগোজের বিষয়গুলি খতিয়ে দেখেন এবং দ্রুত শেষ করার উদ্যোগ নেন। খয়েরপুরের বিধায়ক তথা উৎসব কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী দ্রুত পুরাতন আগরতলা মন্দির চত্বরকে সাজিয়ে তুলতে প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা, মেলা এবং উৎসব। সাত দিনব্যাপী খার্চি উৎসব চলবে ২০ জুলাই পর্যন্ত। অন্যান্য বছরের ন্যায় এবারও খার্চি উৎসবে দেশ-বিদেশের পর্যটকদের আগমন ঘটবে বলে চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version