প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৬জুন,,
পঞ্চায়েত নির্বাচনের আগে প্রত্যাশা মতোই ওসি স্তরে রদবদল হলো রাজ্য পুলিশে। বুধবার পুলিশ সদর দপ্তরের এক নির্দেশ মূলে পূর্ব থানার ওসি করা হয়েছে ইন্সপেক্টর রানা চ্যাটার্জিকে। পূর্ব থানার বর্তমান ওসি ইন্সপেক্টর সঞ্জীব সেনকে বিশালগড় থানার ওসি করা হয়েছে। এছাড়াও এই বদলির তালিকায় রয়েছেন ৮ জন পুলিশ ইন্সপেক্টর এবং একজন সাব ইন্সপেক্টর। বদলির তালিকায় রয়েছেন ইন্সপেক্টর নাড়ু গোপাল দেব, ইন্সপেক্টর দেবজিত চাটার্জী, ইন্সপেক্টর সমরেশ দাস, ইন্সপেক্টর খোকন সাহা, ইন্সপেক্টর সুমন্ত ভট্টাচার্য্য, এবং সাব ইন্সপেক্টর বিভাস দাস। রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনের নির্দেশে এদিন এই বদলির তালিকা প্রকাশিত হয়। বদলির তালিকায় নাম থাকা পুলিশ আধিকারিকদের ৩০ জুনের মধ্যে নিজেদের নতুন কর্মস্থানে যোগ দেওয়ার কড়া নির্দেশ রয়েছে।