Home জাতীয় খবর একত্রিতকরণে ড্রপ আউট হতে পারে ৩ হাজার ছাত্রছাত্রী; অভিযোগ যুব কংগ্রেসের।

একত্রিতকরণে ড্রপ আউট হতে পারে ৩ হাজার ছাত্রছাত্রী; অভিযোগ যুব কংগ্রেসের।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৬ জুন,,

একত্রি করনের নামে রাজ্যের ১৬০টি স্কুল বন্ধ করে দিতে চাইছে বিজেপি জোট সরকার। সরকারের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে এবার প্রতিবাদে সরব হলো ত্রিপুরা রাজ্য প্রদেশ যুব কংগ্রেস এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে বুধবার ছাত্র যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

প্রদেশ যুব কংগ্রেস লিখিতভাবে জানায় যে ১৬০টি স্কুলকে বাছাই করে বন্ধ করার জন্য তৎপরতা শুরু হয়েছে সেখানে ৯৫ টি স্কুলের আশেপাশে কোনো ভালো স্কুল নেই। ফলে সরকারের স্কুল বন্ধ করার প্রক্রিয়া কার্যকর হলে সেই ৯৫ টি স্কুলের প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী “ড্রপ আউট” হয়ে থাকবে এবং তাদের অদূর ভবিষ্যৎ অন্ধকারে যাবে। যুব কংগ্রেস সরকারের এই ধরনের তৎপরতাকে ছাত্র স্বার্থ বিরোধী বলে সেটি অবিলম্বে বাতিল করার দাবি তুলেছে। সরকার অবিলম্বে এই ধরনের সিদ্ধান্ত বাতিল না করলে কংগ্রেসের তরফে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে যুব নেতৃত্ব হুমকি দিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version