Home ত্রিপুরার খবর আগরতলা খবর আগরতলায় UPSC-র ফ্রি কোচিং

আগরতলায় UPSC-র ফ্রি কোচিং

0

আগরতলা,,১৯মে,,

আইএএস এবং আইপিএস হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আগরতলায় হাজির হলো বালাজি ক্যারিয়ার ফাউন্ডেশন। বালাজি কেরিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রথম আগরতলায় অনুষ্ঠিত হতে চলছে ইউপিএসসি পরীক্ষার উপর একদিনের বিশেষ কোচিং এবং আলোচনা চক্র। রবিবার সকাল ৯ টা থেকে খয়েরপুর গীতবিতান হলে এই কোচিং চলবে। কোচিং এ আলোচনায় উপস্থিত থাকবেন দিল্লি ,মুম্বাই এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেশের ইউপিএসসির খ্যাতনামা প্রশিক্ষকরা। আলোচনা চক্রে উপস্থিত ছাত্রছাত্রীরা খোলামেলাভাবে নিজেদের মতামত তুলে ধরতে পারবেন ।এই কর্মশালা এবং আলোচনা চক্রে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের জন্য কলেজ স্তরের ছাত্রছাত্রী সহ ইউ পি সি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে বালাজী কেরিয়ার ফাউন্ডেশন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version