আগরতলা,, ১৯ ম,,,,
২০১৬ সালের ১০ নভেম্বর ভারতের বাজারে ছাড়া হয়েছিল ২০০০ টাকার নোট। ৬ বছর ১০ মাসের ব্যবধানে ১৯ মে ২০২৩ শুক্রবার সেই ২০০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজার থেকে যাবতীয় ২০০০ টাকার নোট প্রত্যাহার করা হবে বলে এক নির্দেশে জানিয়ে দিয়েছে আরবিআই। এই নির্ধারিত সময়ের মধ্যেই মানুষকে তাদের কাছে থাকা ২০০০ টাকার নোটগুলি ব্যাঙ্কে জমা করতে হবে।
এই প্রসঙ্গে উল্লেখ্য ২০১৮ সালের শেষ থেকেই ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দিয়েছিল আরবিআই। তারপরই দেশের বাজার থেকে দুই হাজার টাকার নোট গায়েব হতে শুরু করেন। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও গত কয়েক বছর যাবত ২০০০ টাকার নোট তেমন লেনদেন হতে দেখা যায়নি। মানুষের কাছ থেকে একবার নোট ব্যাংকে জমা পড়লেই ব্যাংক সেগুলোকে নিজেদের দখলে রেখে দিত। খোলা বাজারে অনেকদিন ধরেই দুই হাজার টাকার নোটের তেমন দেখা মেলছে না। অবশেষ শুক্রবার ১৯ মে আনুষ্ঠানিকভাবে ২০০০ টাকার নোট রীতিমতো বাতিল ঘোষণা করেদিল আর বি আই।
তবে যাদের কাছেই ২০০০ টাকার নোট রয়েছে তারা অযথা বিভ্রান্ত না হয়ে ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক একাউন্টে দুই হাজার টাকার নোট জমা করতে পারবেন কিংবা বদলে নিতে পারবেন। তবে নির্দেশ অনুযায়ী প্রতিদিন একজন সর্বাধিক কুড়ি হাজার টাকা অর্থাৎ ১০ টি ২০০০ টাকার নোটই ব্যাংকে জমা করতে পারবেন । আর বি আই এর এই নতুন সিদ্ধান্তে সাধারণ নাগরিকের তেমন কোনো অসুবিধা না হলেও কালোবাজারিদের মাথায় হাত পড়েছে বলই খবর উঠে আসছে।