Home ত্রিপুরার খবর আগরতলা খবর দক্ষিণ ভারতের কর্নাটকেও বিজেপির ভরাডুবি। ২৪ এর আগে বড় চমক কংগ্রেসের।

দক্ষিণ ভারতের কর্নাটকেও বিজেপির ভরাডুবি। ২৪ এর আগে বড় চমক কংগ্রেসের।

0

আগরতলা,,১৫মে,,,

দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য কর্নাটকেও উৎখাত হয়ে গেল বিজেপি। ‘পদ্ম’কে ছুঁড়ে ফেলে দিয়ে ‘হাতে’হাত রাখলেন দেশের সুশিক্ষিত উন্নত রাজ্যগুলির মধ্যে অন্যতম কর্নাটকের মানুষ। শনিবার প্রকাশিত কর্নাটকের বিধানসভা নির্বাচনের ফলাফলে১৩৭টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। যা জয়ের ম্যাজিক ফিগার থেকেও ২৪ টি আসন বেশি।২২৪টি আসনের মধ্যে কংগ্রেস একাই জয় পেল ১৩৭টি আসন। বিজেপি ৭০-এর থেকেও নিচে নেমে গেছে। বিগত নির্বাচনের তুলনায় আসন কমল দেবগৌড়ার জেডিএসেরও ।

কংগ্রেসের ফলাফল গত ৩০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আসন সংখ্যা ,ভোটের শতাংশ, দুই দিক থেকেই বিগত ৩০ বছরেরও বেশি সময়ের রেকর্ডকে ভেঙেছে কংগ্রেস দল । ২০১৮ সালেও কর্নাটক বিধানসভা নির্বাচনেও কংগ্রেস জয়ী হয়েছিল। তখন কংগ্রেস আসন সংখ্যা ছিল ৮০। ১৯৯৯ সালের পরে আবারো কংগ্রেস কর্নাটকে এত বৃহৎ সংখ্যায় আসন নিয়ে জয়লাভ করেছে। ১৯৯৯ সালের নির্বাচনে কংগ্রেস ১৩২টি আসনে জয়লাভ করেছিল। সেই সময় ভোটের শতাংশ ছিল ৪০.৮৪ শতাংশ।২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য কর্ণাটকে বিজেপির এই ভয়ানক পরাজয় দেশীয় রাজনীতি তে নতুন জল্পনা তৈরি করেছে। পাশাপাশি কংগ্রেসের জয় রাহুল গান্ধীর ইমেজকে আরো সতেজ করে দিয়েছে। ভারত জরো আন্দোলনে কনকনে ঠান্ডায় রাহুল গান্ধীর পদযাত্রা ভারতবাসীর মনে যে কংগ্রেসের ভালবাসার রাজনীতিকে বিকশিত করেছে তার বাস্তব প্রমাণ উঠে এসেছে কর্নাটকের ফলাফলে। এই ফলাফল নিঃসন্দেহে ২৪ নির্বাচনের আগে কংগ্রেসের জন্য বড় শক্তির উৎস হয়ে উঠেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version