Home ত্রিপুরার খবর আগরতলা খবর NEC বৈঠকে: রাজ্যে এসে রিয়াং ক্যাম্প পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

NEC বৈঠকে: রাজ্যে এসে রিয়াং ক্যাম্প পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৯ ডিসেম্বর,,

নর্থইস্ট কাউন্সিলের বৈঠকে রাজ্যে এসে ত্রিপুরার ধলাই জেলায় রিয়াং বসতি ক্যাম্প পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরা প্রশাসনের একটি সূত্রে এই বিষয়টি জানা গেছে। নর্থইস্ট কাউন্সিল তথা এন ই সি বৈঠকে প্লেনারি পর্বে যোগ দিতে ২১ ডিসেম্বর রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরদিন অর্থাৎ ২২ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার ধলাই জেলার রিয়াং শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সেখানে রিয়াং প্রতিনিধিদের সাথে কথা বলবেন এবং মাসুরাই পাড়াতে একটি মিটিংয়ে অংশ নেবেন। একই দিনে তিনি রবীন্দ্রভবনে ন্যাশনাল কো-অপারেটিভ কনফারেন্সে অংশ নেবেন বলে খবর। নর্থইস্ট কাউন্সিলের বৈঠক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে প্রশাসনের ব্যাপক তৎপরতা রয়েছে। প্রসঙ্গত ১৯৯৭ সালের পর থেকে ত্রিপুরার ১২টি জায়গায় অন্তত ৩৭ হাজার ১৩৫ জন রিয়াং শরণার্থী রয়েছেন । তারা মিজোরাম থেকে ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন এবং একাধিকবার রাজ্য কেন্দ্র এবং মিজোরাম সরকারের সাথে আলোচনার পর তারা ত্রিপুরাতেই ১২টি জায়গায় বসতি ক্যাম্পে রয়ে গেছেন। রাজ্যের ৪ জেলা‌য় ১২ টি এলাকায় বিতরণ থেকে আগত ৬৩০২ রিয়াং পরিবার অবস্থান করছে। স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা সফরে এসে রিয়াং বসতি শিবির পরিদর্শন করবেন বলেন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version