আগরতলা,, ২০ ডিসেম্বর,,
নর্থইস্ট কাউন্সিলের ৭২ তম প্লেয়ার অধিবেশনে অংশ নিতে শুক্রবার ত্রিপুরায় আসলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ প্ল্যানারী সেশনে পৌরোহিত্য করবেন । শুক্রবার সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, সহ অন্যান্য অতিথিরা। নর্থইস্ট কাউন্সিলের বৈঠক উপলক্ষে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরায় থাকবেন বলে জানা গেছে।
এদিন সন্ধ্যায় নর্থইস্ট কাউন্সিলের বৈঠকে অংশ নিতে রাজ্যে পা রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এই বৈঠকে অংশ নিতে রাজ্যে আসবেন।