প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৮ ডিসেম্বর,,
দীর্ঘদিন বাদে বুধবার ফের আগরতলার রাজপথে সক্রিয় আন্দোলন দেখা গেল কংগ্রেসের। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পূর্বঘুষিত কর্মসূচি অনুযায়ী রাজভবন অভিযান করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজভবন অভিযান আদানির আর্থিক দুর্নীতি ও প্রতারণা এবং জাতিগত দাঙ্গায় হিংসাদীর্ন মনিপুর নিয়ে বিজেপি সরকারের নীরবতার প্রতিবাদে রাজভবন অভিযান করলো। আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে মিছিলের সূচনা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং আগরতলা সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গেলে পুলিশ মিছিলটি আটকে দেয়। এই দিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষণীয় ছিল।