Home ত্রিপুরার খবর আগরতলা খবর ৩০ ডিসেম্বর থেকে বিশালগড়ে শুরু হচ্ছে রাজ্য ইজতেমা; অংশ নেবেন দেশ-বিদেশের ধর্মপ্রাণরা

৩০ ডিসেম্বর থেকে বিশালগড়ে শুরু হচ্ছে রাজ্য ইজতেমা; অংশ নেবেন দেশ-বিদেশের ধর্মপ্রাণরা

0

সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ২০ ই ডিসেম্বর,,

আগামী ৩০শে ডিসেম্বর থেকে ত্রিপুরার বিশালগড়ে শুরু হচ্ছে রাজ্য ইজতেমা তথা মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় সম্মেলন।এবছর ইসতেমার জায়গা হিসাবে নির্ণয় করা হয়েছে বিশালগড় রাউৎখোলা মাদ্রাসা প্রাঙ্গন। এই ইজতেমায় থাকবেন দিল্লি নিজামুদ্দিন মারকাজ থেকে আগত বিশিষ্ট ইসলামীবিদ এবং ধর্মপ্রাণ ব্যক্তিত্বরা । রাজ্য ইজতেমায় দেশ বিদেশ থেকেও ধর্মপ্রাণরা অংশ নেবেন। ইজতেমাকে কেন্দ্র করে বিশালগড়ে জোর কদমে চলছে প্রস্তুতি। স্থানীয়দের পাশাপাশি ইজতেমাকে সামনে রেখে প্রস্ততি কাজে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণরা ।


কেউ কেউ আগাছা,ময়লা- আবর্জনা পরিষ্কার করছেন। তো কেউ মাটি কাটা, নর্দমা সংস্কার, বাঁশের খুঁটি স্থাপন, পাটের চট দিয়ে সামিয়ানা তৈরি করছেন। ময়দানের চারপাশের ওজু-গোসলের চৌবাচ্চাগুলো তৈরির কাজে ব্যস্ত আছেন একাংশ।
তিন দিন ব্যাপী রাজ্য ইজতেমায় এবছর ৩০ হাজারের অধিক ধর্মপ্রাণদের থাকা ও খাবার বন্দোবস্ত করা হবে। ইজতেমাকে সফল করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রচার। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন প্রচুর সংখ্যক জামাত। ইজতেমা আয়োজককারীদের বিবরণ মানুষকে সঠিক দিশা দেখানোই তাবলীগ জামাত এবং ইজতেমার মূল লক্ষ্য। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় পয়লা জানুয়ারি সকালবেলা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে ইজতেমার কাজ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version