সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২১ ডিসেম্বর,,
বুধবার সন্ধ্যায় রাজধানীতে তথ্য সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যের বিবরণ অনুযায়ী কেন্টিনের পেছন থেকে আগুন লেগেছিল। সেখানে রাজ্য পর্যটন দপ্তরের কিছু পুরানো প্লাস্টিকের নৌকা রাখা ছিল। জমা করা ছিল কিছু আবর্জনা। ওই সমস্ত আবর্জনায় কোনভাবে আগুনের সূত্রপাত হয় এবং প্লাস্টিকের সংস্পর্শে তা দাউদাউ করে জ্বলে উঠে। তবে দমকল কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে দেওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।