Home ত্রিপুরার খবর আগরতলা খবর বিশালগড় যেন আতঙ্ক নগরী ! গলায় দা ধরে যুবকের মোবাইল ফোন ছিনতাইয়ের...

বিশালগড় যেন আতঙ্ক নগরী ! গলায় দা ধরে যুবকের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ

0

সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ১৯ ডিসেম্বর,,

পুলিশ প্রশাসনের ব্যর্থতায় অপরাধের নগরীতে পরিণত হয়েছে গোটা বিশালগড় মহকুমা। বিশালগড় বাইপাসে ক্রমবর্ধমান ছিনতাই এবং লুটপাটের ঘটনার পর এবার ছিনতাইয়ের ঘটনা ঘটলো রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সিপাহীজলা অভয়ারণ্যে। দিন দুপুরে ধারালো দা গলায় ধরে এক যুবকের কাছ থেকে মানিব্যাগ এবং মোবাইল লুট করার চেষ্টা করে ছিনতাইবাজ। যুবক কোনক্রমে সেখান থেকে পালিয়ে গেলেও ছিনতাইবাজরা তার বাইকে কুপিয়ে দেয়।ঘটনা মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ।

চড়িলাম থেকে প্রসেনজিৎ সাহা নামে সেই যুবক নিজের বাইক নিয়ে সিপাহীজলা অভয়ারণ্য দেখার জন্য এসেছিল। অভয়আরণ্যের ভিতরে প্রবেশ করার মুহূর্তে কয়েকজন ছিনতাইবাজ প্রসেনজিৎ সাহাকে ধারালো অস্ত্র দেখিয়ে তাকে মানিব্যাগ এবং মোবাইল ফোন দিয়ে দিতে বলে। সে প্রতিবাদ করলে ছিনতাইবাজরা তার বাইক(TR07F7943) দা দিয়ে কুপিয়ে দেয়। প্রসেনজিৎ প্রাণ বাঁচানোর জন্য বাইক নিয়ে ছুটে যায় বিশালগড় থানায়। পুলিশ এই ঘটনার ছিনতাইয়ের মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। বছর শেষে পিকনিক শুরু হওয়ার সময় সিপাহীজলা অভয়ারণ্যের ভিতরে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version