প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ আগস্ট,,
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে একটি অংশ যখন পরিকল্পিতভাবে সমাজে হিংসা এবং অস্থিরতা তৈরি করতে চাইছে তখন ভিন্নধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছে বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই। ডি ওয়াই এফ আই ইন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার সকালে নন্দন নগর বাজার শেডে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। দেশের ৭৮ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমাজকে ঐক্যবদ্ধ রাখার বার্তায় কচিকাঁচাদের নিয়ে এই ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সদস্য নয়ন দাস। উপস্থিত ছিলেন সংগঠনের সদর বিভাগের সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক জয়দীপ রাউত, শাহাবুদ্দিন , দীপঙ্কর শুক্ল বৈদ্য, প্রাক্তন কাউন্সিলর বিধূ মোহন রুদ্র পাল সহ অন্যান্যরা। এই বসে আঁকো প্রতিযোগিতায় শতাধিক কচিকাঁচা ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা শেষে তাদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নয়ন দাস বলেন বাচ্চারা ভালো-মন্দ বুঝতে পারে না। তাদেরকে ভালো দিকে শিক্ষা দিন। বাচ্চাদেরকে নিজেদের অধিকার নিয়ে বোঝানোর চেষ্টা করেন। ছেলে মেয়েদের নিজের সাংবিধানিক অধিকার এবং অন্যের অধিকার নিয়ে জানা উচিত। একইভাবে বর্তমান সময়ে নেশার প্রভাব নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। স্কুল স্থরের ছাত্র-ছাত্রীরা এখন নেশায় আসক্ত হয়ে পড়ছে বলে তাদের দিকে বিশেষ নজর রাখার আহ্বান রাখেন অভিভাবকদের। নেশা থেকে বিরত থাকতে ছেলে মেয়েদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, ছবি আঁকা এবং নাচ গানে যুক্ত থাকার পরামর্শ করেন বিধায়ক। মহাকুমা কমিটির সভাপতি আব্দুল আজিজ বলেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে ছেলেমেয়েদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে এই ধরনের অনুষ্ঠান। ছেলে মেয়ে এবং তাদের অভিভাবকদের সবাইকে একসাথে নিয়ে এই সমস্ত অনুষ্ঠান সমাজকে ঐক্যবদ্ধ রাখে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।