প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৪ মে,,
সিঙ্গাপুরে ওয়াল্ড সিটি প্যারা সুইমিং কম্পিটিশনে ভারতের হয়ে অংশ নিয়েছিলেন ত্রিপুরার সমীর বর্মন ও বিনিত রায় । তার মধ্যে বিনীত রায় পদক জয়ী হয়। শুক্রবার বিমানে রাজ্যে ফেরার পর তাকে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন তার পরিবারের লোকেরা।