প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৫ মে,,
আগরতলা রেল স্টেশনে এবার পিস্তলসহ ধরা পড়লো এক সুন্দরী জনজাতি যুবতী। শুক্রবার রাতে ১০:৪৫ মিনিট নাগাদ জিআরপি থানার পুলিশ সন্দেহভাজন ঐ যুবতীকে আটক করে। আটক করা হয় যুবতীর সঙ্গে থাকা আরো এক যুবককে। সূত্রের দাবি তাদের তল্লাশি চালিয়ে যুবতীর ব্যাগ থেকে উদ্ধার হয় একটি আমেরিকায় তৈরি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন, নগদ টাকা। ধৃত দুজনের নাম প্রিয়া দেববর্মা (২২) এবং করণ দেববর্মা (২৪)। তাদের দুজনের বাড়ি খোয়াই, ত্রিপুরা। আগরতলা জি আর পি থানার পুলিশ অস্ত্র আইনে মামলা নিয়ে তাদের দুজনকে গ্রেফতার করেছে। শনিবার তাদেরকে আদালতে হাজির করা হবে। পুলিশ সূত্রের দাবি তারা দুজন অস্ত্র কারবারের সাথে জড়িত এবং বহি রাজ্য থেকে অস্ত্র আমদানি করে রাজ্যে এনে নিয়ে বিক্রি করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । অল্প বয়সের সুন্দরী যুবতী হওয়াতে অস্ত্র কারবারি হিসেবে কেউ তাকে সন্দেহ করত না। কিন্তু শুক্রবার রাতে আগরতলা রেল পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে যায়।