প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২০ এপ্রিল,,
শনিবার থেকে শুরু হলো তিন দিনব্যাপী ত্রিপুরার ঐতিহ্যবাহী বাবা গড়িয়া পূজা এবং উৎসব। রাজ্যের জনজাতিদের অন্যতম পূজ্য দেবতা হলেন বাবা গড়িয়া। জনজাতিরা বছরের শুরুতে যে কোন ধরনের অন্য পূজার্চনা এবং অনুষ্ঠান করার আগে বাবা গড়িয়ার পূজা করে থাকেন। বাঁশ বেতের সুসজ্জিত মণ্ডপে বাবা গড়িয়ার পূজা হয়ে থাকে। শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতি অংশের লোকজন বাবা গড়িয়ার পূজা করছেন। আগরতলাতেও প্যালেস কম্পাউন্ড বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় বাবা গড়িয়ার পূজা হচ্ছে।
তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণনগর অ্যাডভাইজার চৌমুহনীতে বয়েজ ক্লাবের উদ্যোগে গড়িয়া পূজা এবং উৎসব। সকাল থেকে ধর্মপ্রানরা পূজার স্থানে ভিড় করেন। অনেকেই গড়িয়া বাবার কাছে নিজেদের মনের বাসনা তুলে ধরেন। গড়িয়া বাবাকে মোরগ এবং অন্যান্য সামগ্রী ভেট করেন এবং সেগুলি বলি দেওয়া হয়।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের জনজাতি সহ সব অংশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। রাজ্যবাসী এবং দেশবাসীর মঙ্গল কামনায় এই পূজা অনুষ্ঠান হয়ে থাকে বলে আয়োজকরা জানিয়েছেন।