Home ত্রিপুরার খবর জেলার খবর আমবাসায় দুই নাবালকের অস্বাভাবিক মৃত্যু ! রহস্য উদঘাটনে ব্যর্থ পুলিশ।

আমবাসায় দুই নাবালকের অস্বাভাবিক মৃত্যু ! রহস্য উদঘাটনে ব্যর্থ পুলিশ।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২০ এপ্রিল,,

আমবাসা থানা এলাকায় দুই নাবালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ৩৬ ঘন্টা বাদেও রহস্য উদঘাটনে ব্যর্থ রয়েছে আমবাসা থানার পুলিশ। প্রাথমিকভাবে বাজ পড়ে দুই বন্ধুর মৃত্যুর কথা বলা হলেও এই বিষয়ে স্পষ্টভাবে কোন তথ্য তুলে ধরতে পারছে না পুলিশ। ফলে ২ নাবালকের এক সঙ্গে অস্বাভাবিক মৃত্যু রহস্যের অন্ধকারে ডুবে আছে। প্রসঙ্গত শুক্রবার লোকসভা ভোটের দিন সকালে আমবাসা থানাধীন পূর্ব নালিছড়া গ্রাম পঞ্চায়েতের সোনা রাম কোবরা পাড়ায় দুই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। কোবরা পাড়ার ধানের জমির মাঝখানে বাঁশের তৈরি একটি অস্থায়ী বিশ্রামাগারের পাশে দুই নাবালকের মৃতদেহ পড়েছিল। মৃত ২ নাবালকের মধ্যে একজনের নাম জেমস মলসোম(১৩) এবং অন্যজনের নাম বিকাশ রিয়াং(১৫)। তাদের দুজনের বাড়ি স্থানীয় বৃন্দজয় রিয়াং পাড়াতে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমবাসা থানার পুলিশ প্রথম ঘটনাস্থলে ছুটে যায়। পরে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক নিরূপণ দত্ত এবং অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী। দুই নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে নিয়ে যায় ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম। দীর্ঘক্ষণ তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। প্রাথমিকভাবে পুলিশ সম্ভাবনা জাহির করেছে বৃহস্পতিবারের বজ্রপাতে হয়তোবা দুই নাবালকের মৃত্যু হয়েছে। তবে মৃতদেহে কিছু অসংলগ্নতা দেখা গেছে। তাঁদের শার্ট প্যান্ট ছাড়া ছিল এবং মৃত দেখা গুলি অনেকটা অসংলগ্ন ভাবে পড়েছিল। তাছাড়া মৃত দুই নাবালকের পরিবার এই ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন এবং খুনের অভিযোগ তুলেছেন। ফলে পুরো বিষয়টি নিয়ে রহস্য থেকে যাচ্ছে। শুক্রবারে সকালে মৃতদেহ উদ্ধারের পর শনিবার পর্যন্ত পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেনি। পুলিশের দাবি মৃতদেহের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসলেই এই বিশেষ স্পষ্ট করে কিছু বলা যাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version