প্রতিধ্বনি প্রতিনিধি,,ধর্মনগর,, ১৪ জুলাই,,
শিব পূজার প্রসাদ খেয়ে মৃত্যু হয়েছে ১ ব্যক্তির আহত রয়েছেন প্রায় ৩৫ জন। চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে । বৃহস্পতিবার এলাকারই এক বাড়িতে শিব মন্দির প্রতিস্থাপনের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে গৃহস্থ আত্মীয়স্বজন সহ পাড়া প্রতিবেশীদের শিব পূজার প্রসাদ খাইয়েছিলেন। কিন্তু সেই প্রসাদ খাওয়ার দুদিন পর থেকেই আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা পেটের রোগ, বমি বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকেন। গণহারে লোকজন অসুস্থ হওয়ার পর পার্শ্ববর্তী হাসপাতালে গিয়ে ভর্তি হন। এর মধ্যেই শনিবার রাতে ধর্মনগর সাকাইবাড়িতে নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শলিন্দ্র দেবনাথ(৫৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি দেওয়ানপাশা এলাকায়। তিনিও প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছিলেন বলে তাঁর ছেলের বিবরণ।
এই ঘটনা জানাজানি হওয়ার পর রবিবার দুপুরে দেওয়ানপাশার সেই পূজার বাড়িতে বাড়িতে ছুটে যান ধর্মনগর ফুড সেফটি দপ্তরের আধিকারিক তথা চিকিৎসক পূজা আচার্য ও সুমিত দেবনাথ।
তাছাড়া মৃত ব্যক্তির বাড়ি সহ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান ফুড সেফটি আধিকারিকরা। ফুড সেফটি আধিকারিকরা জানান প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রসাদের খাবারে কোন ধরনের বিষক্রিয়া হয়েছিল। খাবারের নমুনা পরিক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এই ঘটনায় অসুস্থ দু-এক জন শিলচর হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে গেছেন বলেও জানা গেছে । যদিও বাড়ির মালিক প্রাসাতে বিষক্রিয়া থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন।