Home ত্রিপুরার খবর আগরতলা খবর জিবি হাসপাতালে নার্সদের গাফিলতি! বেড থেকে পড়ে মৃত্যু প্রসূতি মায়ের।

জিবি হাসপাতালে নার্সদের গাফিলতি! বেড থেকে পড়ে মৃত্যু প্রসূতি মায়ের।

0
Oplus_131072

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ জুলাই,,

আগরতলা সরকারি মেডিকেল কলেজ তথা জিবি হাসপাতালে নার্সের গাফিলতিতে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতার নাম সুপ্রিয়া দাস (১৮) স্বামী সুমন দাস। বাড়ি তেলিয়ামুড়া মহরছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় গতকালকে জিবি হাসপাতালে সুপ্রিয়া দাসের প্রসব হয়েছিল। তিনি একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। প্রসবের পর মা এবং শিশু দুজনেই সুস্থ ছিলেন। কিন্তু তাদেরকে ওয়ার্ডে স্থানান্তর করার সময় থেকে নার্সরা প্রচন্ড গাফিলতি শুরু করেন। পরিবারের লোকেদের দাবি তারা টাকা দিয়ে প্রসূতি মাকে সেবা যত্ন করার জন্য নার্স রেখেছিলেন । কিন্তু রাতে সেই নার্স সঠিকভাবে রোগীর দেখভাল করেনি। এমনকি পরিবারের লোকজন রোগীকে দেখতে যেতে চাইলে সিকিউরিটি গার্ডরা তাদের ঢুকতে দেয়নি।

ভোর রাতে পরিবারের লোকজন ভেতরে গিয়ে দেখতে পারেন প্রসূতি মা বেডের উপর থেকে নিচে কিছু দূর ফ্লোরের উপর পড়ে আছেন। তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ডাক্তার খবর দেন। কিছুক্ষণ পরে ডাক্তার এসে জিজ্ঞাসা করলেও প্রসূতি মাকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় কর্তব্যরত নার্স এবং হাসপাতালে সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতার পরিবার। মায়ের মৃত্যুর পর জন্মজাত ফুটফুটে শিশু সন্তানের জীবন অনিশ্চিত হয়ে গেছে। ঘটনায় রোগী এবং তাদের পরীজনদের মধ্যে জিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version