Home ত্রিপুরার খবর সাংবাদিকের পিতৃবিয়োগে টি ডব্লিউ জে-র শোক!

সাংবাদিকের পিতৃবিয়োগে টি ডব্লিউ জে-র শোক!

0
Oplus_0

আগরতলা,, ১৪ জুলাই,,

প্রয়াত হলেন সাংবাদিক সম্রাট চৌধুরীর পিতা বিধু ভূষণ চৌধুরী। ১৩ জুলাই শেষ রাতে জিবি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই পুত্র সহ বহু আত্মীয় স্বজন এবং গুণমুগ্ধদের রেখে গেছেন। বিধু ভূষণ চৌধুরীর বড় ছেলে সম্রাট চৌধুরী পেশাগতভাবে সাংবাদিক। মৃত্যুর আগে বেশ কিছুদিন জিবি হাসপাতালে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসা চলছিল তাঁর। অন্যদিকে সাংবাদিক উৎপল ভট্টাচার্যের পিতা মিলন কান্তি ভট্টাচার্য (৮০) বার্ধক্যজনিত রোগে আমতলিস্থিত বৈষ্ণব টিলায় নিজ বাড়িতে গত ১১ জুলাই রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,কন্যা, দুই পুত্র সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন।সাংবাদিক সম্রাট চৌধুরী এবং উৎপল ভট্টাচার্যের পিতার মৃত্যুতে পৃথক পৃথকভাবে শোক জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জার্নালিস্ট ইউনিয়ন সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version