প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ সেপ্টেম্বর,,
শুক্রবার ৫ সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস। গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও সরকারি এবং বেসরকারিভাবে শিক্ষক দিবসের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যে শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র ভবনে। সেখানে শিক্ষক দিবসে রাজ্য স্তরে পুরস্কার প্রাপ্ত শিক্ষকদের সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ছিলেন শিক্ষা দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষকরা হলেন বড় বটবৃক্ষের শিকড়ের মতো, আর এই শিকড়ের উপর ভিত্তি করে গড়ে উঠা ফুল ও ফলেরা হলো ছাত্রছাত্রীরা। এই শিকড়ের মাধ্যমেই ফুল ও ফলের মধ্যে পুষ্টি প্রবাহিত হয়ে থাকে।আমাদের সমাজেও শিক্ষাদানের মাধ্যমে এমন বটবৃক্ষের শিকড়ের মতো ভূমিকা পালনকারী মূল্যবান ব্যাক্তিবর্গ রয়েছেন। তাঁদেরকে এদিন সম্মান জানানো হয়। এই বছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মানে ভূষিত করা হয় বিশিষ্ট শিক্ষাবিদ ড. অতুল দেববর্মা মহোদয়কে, মহারানী তুলসীবতী সম্মানে প্রণতি দেববর্মা মহোদয়াকে, ড. শ্যামাপ্রসাদ মুখার্জী সম্মানে প্রাক্তন সেনা কর্মী, শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক সমীর চক্রবর্তীকে। এদিনের অনুষ্ঠানে অশিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য নিয়ছিল।