Home ত্রিপুরার খবর লেজার লাইট ও সাউন্ড এর মাধ্যমে শিব তাণ্ডব এবং আজাদীকা অমৃত মহোৎসব...

লেজার লাইট ও সাউন্ড এর মাধ্যমে শিব তাণ্ডব এবং আজাদীকা অমৃত মহোৎসব ; দুর্গাপূজায় বিশাল করে অন্যতম আকর্ষণ বিশ্বপ্রিয় ক্লাবের

0

ফাহিম আহমদ,, বিশালগড়,,

লেজার লাইট এবং সাউন্ড-র মাধ্যমে শিব তাণ্ডব এবং আজাদীকা অমৃত মহোৎসব থিম এই বছর বিশালগড় বিশ্বপ্রিয় ক্লাবের মুখ্য আকর্ষণ। ১৯৬৯ সাল থেকে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন বিশালগড়ের বনেদি ক্লাব বিশ্ব প্রিয় ক্লাব। দূর্গা পূজা থেকে রক্তদান শিবির গরীব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সমস্ত কাজেই এক ধাপ এগিয়ে বিশ্বপ্রিয় ক্লাব। এই বছর ব্যাঙ্গালোরের বিখ্যাত একটি লাইটিং কোম্পানি লেজার এন্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এর মাধ্যমে বিশ্বপ্রিয় ক্লাবে দেখানো হবে শিব তাণ্ডব এবং আজাদীকা অমৃত মহোৎসব। রবিবার সন্ধ্যায় বিশ্বপ্রিয় ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান ক্লাবের পুজো কমিটির সভাপতি বিন্দু সাহা ,সম্পাদক দেবব্রত চক্রবর্তী, আহ্বায়ক স্বপন কুমার নাগ এবং কোষাধক্ষ্য অজয় দাস বৈষ্ণব। এই বছর দুর্গ পূজো ক্লাবের বাজেট ২৫ লক্ষ টাকা। প্রতিমা শিল্পী নবদ্বীপের রমেন পাল। মন্ডপ শয্যায় প্রিয়াংশু ডেকোরেটর।। পঞ্চমী দিন সন্ধ্যায় পুজো মন্ডপের দ্বারোঘাটন করবেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে পুজোতে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। অষ্টমীর দিন ভোগ প্রসাদ খাওয়ানো হবে এলাকার সমস্ত নাগরিককে। পুজো সুন্দর, সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় তার জন্য ক্লাবের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। আর মাত্র কটা দিন হাতে বাকি। জোরকদমে চলছে বিশ্বপ্রিয় ক্লাবে প্রস্তুতি। লেজার লাইট এবং সাউন্ড এর মাধ্যমে শিব তান্ডব এবং আজাদীকা অমৃত মহোৎসব দেখার জন্য গুটা রাজ্যবাসীকে সাংবাদিক সম্মেলন করে আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version