Home ত্রিপুরার খবর জেলার খবর চুরাইবাড়ি থানার পুলিশের নেশা বিরোধী অভিযান; পৃথক পৃথক অভিযানে ধৃত ২ মাদক...

চুরাইবাড়ি থানার পুলিশের নেশা বিরোধী অভিযান; পৃথক পৃথক অভিযানে ধৃত ২ মাদক কারবারী উদ্ধার হেরোইন

0

সংবাদ প্রতিনিধি,, চুড়াইবাড়ি,, ১৫ই অক্টোবর,,

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে আটটি সাবানের কেইস এর মধ্যে ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করল চুড়াইবাড়ি থানার পুলিশ। পুলিশ মাদককারবারের অভিযোগে গ্রেফতার করে বাড়ির মালিক মোঃ মইনুদ্দীনকে (৩৫)।

চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে এই অভিযান হয়। পুলিশ এমডিপিএস আইনে মামলা নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়াও দক্ষিণ শনিছড়া এলাকায় অভিযান চালিয়ে একই থানার পুলিশ এদিন দক্ষিণ শনিছড়া এলাকায় অভিযান চালিয়ে আয় প্রায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version