প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ জানুয়ারি,,
বিপুল পরিমাণ নগদ টাকা সহ আগরতলা রেলস্টেশনে ধরা পরলো যুবতী সহ দুইজন। শুক্রবারে সন্ধ্যায় দূরপাল্লার রেলে উঠার আগে আগরতলা জিআরপি থানার পুলিশ তাদের দুজনকে আটক করে। ধৃত দুইজনের নাম যথাক্রমে মোহাম্মদ মেহেদী হাসান নাজমুল (২০), বাড়ি সোনামুড়া কুলুবাড়ি, এবং শাহানা আক্তার (৩০), বাড়ি বিশালগড় চড়িলাম।
(ভিডিও দেখতেই প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
পুলিশ সূত্রের দাবি মেহেদী হাসানের কাছ থেকে নগদে ৬ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। অন্যদিকে সাহানা আক্তারের কাছে পাওয়া গেছে নগদ দুই লক্ষ টাকা। তাদের দুজনের কাছে নগদ ৮ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশের বিবরণ। জিআরপি সূত্রের আলো দাবি তারা দুইজন কুখ্যাত মাদক কারবারি। বহিরাজ্য থেকে মাদক কিনতে তারা নগর টাকা নিয়ে রেলপথে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল। জিআরপির তৎপরতায় দ্বারা রেলস্টেশনে ধরা পড়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে রাজ্যে মাদক কারবারের একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে পুলিশ সূত্রের দাবি। শনিবার ধৃত দুইজনকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আর জে জানাবে বলে জানা গেছে।