Home ত্রিপুরার খবর আগরতলা খবর রাজ্যে ইডি -র অভিযান; ছাপা পরলো মাদক কারবারি এবং ব্যবসায়ীর বাড়িতে।

রাজ্যে ইডি -র অভিযান; ছাপা পরলো মাদক কারবারি এবং ব্যবসায়ীর বাড়িতে।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ জানুয়ারি,,

শুক্রবার সকাল থেকে একযোগে রাজ্যের একাধিক জায়গায় মাদক কারবারি সহ অসাধু ব্যবসায়ীদের বাড়ি-ঘরে হানা দিল ই ডি তথা এন্ডফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সূত্রের দাবি দিল্লি থেকে আগত ইডির বিশেষ একটি টিম বৃহস্পতিবার গভীর রাতে আগরতলা গ্রামীণ ব্যাংকে ঢুকে খোঁজখবর করে। পরবর্তীকালে নির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে আগরতলা ,বক্সনগর, মেলাঘর সহ রাজ্যের বিভিন্ন স্থানে মাদক কারবারি এবং ব্যবসায়ীদের বাড়িঘরে অভিযান করা হয়। অবৈধ মাধক কারবারি এবং ব্যবসায়ীরা যাতে কোনভাবেই সতর্ক না হতে পারে তার জন্য স্থানীয় থানা পুলিশকে ইডির অভিযানকারী দল এই বিষয়ে কিছুই অবগত করেনি। কেন্দ্রীয় পুলিশ এবং সশস্ত্র বাহিনীর জোয়ানদের নিয়ে ইডি একসঙ্গে পৃথক পৃথক জায়গায় অভিযান করে। বক্সনগরে ফেন্সিডিল কারবারি হিসেবে পরিচিত অপু রঞ্জন দাসের বাড়িতে অভিযান চলে। একইভাবে মেলাঘর তামশাবাড়ি এলাকায় নেশা কারবারি বিশু দেববর্মার বাড়িতে অভিযান হয়। এছাড়াও সকাল থেকে দেবব্রত দে, কামিনী দেববর্মা, তাপস দেবনাথ, ত্রিপুরা পুলিশের আধিকারিক ধ্রুব মজুমদার সহ লিটন সাহার বাড়িতে অভিযান চলে বলে খবর রয়েছে। তাদের বাড়িতে অভিযান চালিয়ে ব্যাংক একাউন্ট সহ একাধিক তথ্য খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য ইডি বাজেয়াপ্ত করেছে বলেও জানা গেছে। তবে এক্ষেত্রে কাউকে গ্রেফতার করার কোন সরকারি তথ্য পাওয়া যায়নি। ত্রিপুরা পুলিশের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে গোটা বিষয়টি তাদের আওতার বাইরে বলে কয়েকজন জানিয়েছেন। প্রসঙ্গত এর আগেও রাজ্যে একাধিক মাদক কারবারি সহ ব্যবসায়ীর বাড়িতে এই ধরনের ইডির অভিযান হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version