সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৯ নভেম্বর,,
রেলপথে নেশা পাচারের সময় পুলিশের অভিযানে ধরা পরল এক মাদক কারবারি। উদ্ধার হয়েছে বহু লক্ষ টাকার নেশা সামগ্রী। আগরতলা জি আর পি থানার পুলিশ বুধবার সন্ধ্যায় এই সফল নেশা বিরোধী অভিযান করে।
আগরতলা জিআরপি থানার ওসি ইন্সপেক্টর সঞ্জীব সেন বলেন এদিন ওই গোপন খবরের ভিত্তিতে রেল স্টেশনে পার্সেল জমা করতে আসলে এক ব্যক্তিকে আটক করা হয় । ধৃত ব্যক্তির নাম উত্তম কুমার পাল (৫৩), বাড়ি আমতলী বৈষ্ণব টিলাতে। সে যেসব পার্সেল জমা করতে এসেছিল সেগুলো তল্লাশি চালিয়ে পুলিশ ৩১৯ কেজি শুকনো গাজা উদ্ধার করে। ৮৬ টি পৃথক বাক্সের মধ্যে ঢুকিয়ে এসব নেশা সামগ্রী প্রচার করার চক্রান্ত করেছিল পাচারকারীরা। জিআরপি থানার ওসি সঞ্জীব সেনের নেতৃত্বে পুলিশ সেই চক্রান্ত ব্যর্থ করে এবং নেশা সামগ্রী সহ হাতেনাতে তাকে গ্রেফতার করে। জিআরপি থানার পুলিশ এই ঘটনাতে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।