Home জাতীয় খবর লোকসভা নির্বাচনের আগে ধাক্কা শাসক দলে ! ত্রিপুরার করবুকে পাঁচ শতাধিক ভোটার...

লোকসভা নির্বাচনের আগে ধাক্কা শাসক দলে ! ত্রিপুরার করবুকে পাঁচ শতাধিক ভোটার যোগ দিল কংগ্রেসে

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৮ নভেম্বর,,

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরাতে ফের ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস দল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার নেতৃত্বে সাব্রম থেকে ধর্মনগর পর্যন্ত চলছে কংগ্রেসের কর্মসূচি। কংগ্রেসের কর্মসূচিতে শামিল হচ্ছেন জাতি উপজাতি অংশের মানুষ। শাসক দল বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে কংগ্রেসের যোগ দিচ্ছেন ভোটাররা। বুধবার ৪৩-করবুক বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের এমনই একটি কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক ভোটার কংগ্রেসের যোগদান করেন।

শাসক দল বিজেপি সহ সিপিআইএম এবং তিপরামথা ছেড়ে ভোটাররা কংগ্রেস দলে যোগদান করেন। এদিন করবুক বিধানসভা কেন্দ্রের শিলাছরি বাজার সেডে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার হাত ধরে ১০৭ পরিবারের প্রচুর সংখ্যক ভোটার বিজেপি, মথা ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল,প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং,বিলোনীয়া জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক কমল দেওয়ান,পিসিসি সদস্য মৃলন কর কংগ্রেস নেতা সঞ্জিব ভট্টাচার্য প্রমুখ্য। সভাতে লোকসভা নির্বাচনের আগে কর্মীদের মাঠে নেমে সংগঠনকে আরো চাঙ্গা করতে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা। প্রসঙ্গত এদিনের সভাতে কংগ্রেস দলে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন,,১.মনি সিং এিপুরা, বিজেপি নেতা২.সুমন্ত এিপুরা ,সিপিএম নেতা৩.হর্ন মোহন এিপুরা, বিজেপি প্রাক্তন বুথ সভাপতি ৪.রিম্রাসু মগ , তিপরা মথা নেতা৫.জাম্বু নাথ ,তিপরা মথা নেতা ৬.কৃষ্ণ ধন ত্রিপুরা, সিপিএম অঞ্চল নেতা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version