Home ত্রিপুরার খবর আগরতলা খবর মূল্যবৃদ্ধি সহ নাগরিক জীবনের নিত্যদিনের সমস্যা নিয়ে মাঠে নামলো কংগ্রেস; শহরে অনুষ্ঠিত...

মূল্যবৃদ্ধি সহ নাগরিক জীবনের নিত্যদিনের সমস্যা নিয়ে মাঠে নামলো কংগ্রেস; শহরে অনুষ্ঠিত হলো মিছিল এবং প্রতিবাদ সভা

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৯ নভেম্বর,,

মূল্যবৃদ্ধি সহ বিদ্যুৎ মাসল বিরোধী এবং অন্যান্য নিত্যনৈমিত্তিক সমস্যা নিয়ে গর্জে উঠল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কংগ্রেস কমিটি রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে শহর কাঁপিয়ে মিছিল করে।

পরে আগরতলা শকুন্তলা রোডে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। কংগ্রেসের এদিনের কর্মসূচির মুখ্য ইস্যউ ছিল আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, অনৈতিক সম্পদ কর বৃদ্ধি, যত্রতত্র ফ্ল্যাক্সের বিজ্ঞাপনে পরিবেশ দূষণ ও বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা। পরিস্থিতির শোধরাতে এবং নাগরিক জীবনকে সচ্ছল রাখতে দাবি তুলে কংগ্রেস । কংগ্রেসের কর্মসূচিকে কেন্দ্র করে এদিন কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য নিয়ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version