Home আন্তর্জাতিক সংবাদ রাষ্ট্রপতির হাতে জাতীয় পুরস্কার পেলেন ত্রিপুরার শিক্ষিকা বিদিশা মজুমদার।

রাষ্ট্রপতির হাতে জাতীয় পুরস্কার পেলেন ত্রিপুরার শিক্ষিকা বিদিশা মজুমদার।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৬ সেপ্টেম্বর,,

শিক্ষক দিবসে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পেলেন ত্রিপুরার স্নাতকোত্তর শিক্ষিকা বিদিশা মজুমদার।  ৩৯ বছর বয়সী বিদিশা মজুমদার ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের অধীন গোমতী জেলার হারিআনন্দ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা। তিনি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি বিভাগ কর্তৃক, অত্যন্ত মর্যাদাপূর্ণ জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫-এর জন্য নির্বাচিত হ‌য়েছেন।

৫ সেপ্টেম্বর শুক্রবার দিল্লিতে আয়োজিত জাতীয় শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষিকা বিদিশা মজুমদারের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন দেশের মহামান্য রাষ্ট্রপতি। রাজ্যের এই শিক্ষিকার সাফল্যে ব্যাপক উৎসাহ রয়েছে শিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রী মহলে। প্রসঙ্গত শিক্ষিকা বিদিশা মজুমদারের বাবা বিমল চন্দ্র মজুমদার ছিলেন একজন আদর্শবান শিক্ষক। পাশাপাশি তার দাদু এবং দিদার শিক্ষার প্রতি বিশেষ আগ্রহ ছিল। তারা তৎকালীন সময়ে সমাজকে শিক্ষিত করতে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। পারিবারিক আদর্শই তাকে শিক্ষা এবং শিক্ষকতার প্রতি বিশেষভাবে আকর্ষিত করেছিল। তিনি কল্যাণী ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে (রসায়ন) অনার্স নিয়ে স্নাতক ডিগ্রী করেন । পরবর্তীকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে কেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রী নেন। একইসাথে তিনি কত্থক নৃত্য এবং নজরুল সংগীতের উপর বিশারদ করেন। কর্মজীবনে শুরুতে আগরতলা এবং উদয়পুরের নামি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দুই বছরের বেশি সময় শিক্ষকতা করেন তিনি। আই সি এম আর- এ সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কয়েক বছর কাজ করেন। ২০১৬ সালে তিনি  স্নাতকোত্তর শিক্ষক হিসেবে হারিআনন্দ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে কাজ শুরু করেন। এই স্কুলে সাড়ে ৯ বছরের শিক্ষকতায় তিনি ছাত্র-ছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি, সংস্কৃতি চর্চা, ব্যবহারিক জ্ঞান সহ বিভিন্ন উদ্ভাবনী ক্ষেত্রে বিশেষ সাফল্যের অবদান রেখেছেন। তার নেতৃত্বে ছাত্রছাত্রীরা রাজ্যভিত্তিক এবং জাতীয় স্তরে একাধিক প্রদর্শনী এবং কর্মশালায় অংশগ্রহণ করে এবং সাফল্য পায়। শিক্ষিকা বিদিশা মজুমদারও বিভিন্ন সময় জাতীয় স্তরের বিভিন্ন কর্মশালায় অংশ নিয়ে নিজের সাফল্যের মাধ্যমে রাজ্যকে গর্বিত করেছেন। শিক্ষকতার ক্ষেত্রে একাধিক সাফল্যের জন্যই এ বছর তাকে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয়। প্রসঙ্গত বিদিশা মজুমদার রাজ্যের খ্যাতনামা শিশু রোগ বিশেষজ্ঞ নীলরতন মজুমদার এবং গৌতম মজুমদারের ভাগ্নি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version