Home ত্রিপুরার খবর জেলার খবর রাতের কল্যাণপুরে নেশাগ্রস্তদের উৎপাত; বাইকের ধাক্কায় আহত পুলিশ আধিকারিক।

রাতের কল্যাণপুরে নেশাগ্রস্তদের উৎপাত; বাইকের ধাক্কায় আহত পুলিশ আধিকারিক।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, কল্যাণপুর,, ১০ আগস্ট,,

নেশাগ্রস্তদের তাণ্ডবে কল্যাণপুরে এবার রেহাই পাচ্ছেন না কর্মরত পুলিশ কর্মীও। শুক্রবার রাতে ডিউটিতে থাকা অবস্থায় মোহরছড়া এলাকায় হৈতোবায় বাইকের ধাক্কায় গুরুতর আহত হন কল্যাণপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর শিবু দেব। গুরুতর আহত অবস্থায় তাকে কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। আঘাত বেশি থাকায় রাতেই তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

পুলিশকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় বাইক চালক বিজয় দাস নামের যুবক। সেও আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকেও হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রের দাবি বিজয় দাস প্রচন্ড মদমত্ত অবস্থায় রাত দুইটার সময় দ্রুতগতিতে বাইক নিয়ে যাওয়ার পথে রাস্তায় ডিউটিতে থাকা পুলিশ আধিকারিককে ধাক্কা দেয়। বাইক চালকের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার সহকর্মীকে দেখতে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান এবং ঘটনার বিবরণ দেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version