প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১০ আগস্ট,,
বাংলাদেশের অস্থিরতার জেরে ভারত বাংলার ত্রিপুরা সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে বিএসএফের। কিন্তু তারপরও ত্রিপুরায় বাংলাদেশীদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ হচ্ছেনা। নিজের দেশে সরকার পতনের পর নিরাপত্তার ভয়ে একটি অংশ ওপার থেকে অবৈধ উপায়ে পালিয়ে আসছেন এপারে। দুদিন আগে ত্রিপুরায় আগত এক মহিলা সহ তিন বাংলাদেশিকে শুক্রবার সন্ধ্যায় চন্দ্রপুর থেকে আটক করলো পূর্ব আগরতলা পূর্ব থানার পুলিশ। ধৃত তিনজনের নাম সিরাজুল শেখ (২২), মহম্মদ আলামিন (২০) এবং ফাতেমা বেগম (১৮)। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় – ন্যায় সংহিতার ৬১(২) এবং ১৪৩ ধারায় মামলা নিয়েছে পূর্ব থানার পুলিশ।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
পুলিশ জানায় তারা চন্দ্রপুর থেকে বহিরাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। গোয়েন্দা খবরের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা নেওয়া হয়। তারা কবে ,কোন পথে এবং ঠিক কিভাবে ত্রিপুরায় ঢুকেছিল তা নিয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী বলেছেন এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে এসব বিষয় জানা যাবে। তবে সীমান্ত সিল থাকার পরও বাংলাদেশীদের অনুপ্রবেশ এবং আগরতলায় ধরা পড়ার ঘটনা বিভিন্ন মহলে রহস্য তৈরি হয়েছে।