প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১আগস্ট,,
“সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের পেছনে রয়েছে ধর্মীয় মৌলবাদ এবং হিন্দুদের অর্থ সম্পত্তি দখলের লোভ। একইভাবে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যুক্ত রয়েছে আমেরিকা এবং আরব দেশ। ভয়াবহ বাংলাদেশের পরিস্থিতিতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরা। ইতিমধ্যেই ৫ জন সাংবাদিককে খুন করা হয়েছে। সর্বত্রই সাংবাদিকরা আক্রান্ত। আমরা মুক্তি চাই। আমরা আমাদের কর্মক্ষেত্রের স্বাধীনতা চাই।” বাংলাদেশে সাংবাদিক হত্যা এবং সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় আগরতলা প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে এই কথা বলেন রাজ্যের প্রবীণ সম্পাদক সুবল কুমার দে। তিনি বলেন পৃথিবীর মধ্যে সাংবাদিকদের উপর আক্রমণে যে নিকৃষ্ট ১৫ টি দেশ রয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। সাংবাদিকদের সাথে সেখানে সবচেয়ে বেশি আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। তিনি নির্দিষ্ট ধর্ম গ্রন্থের নাম উল্লেখ করে বলেন ধর্ম গ্রন্থে উল্লেখ থাকা স্বর্গ লাভের লোভে অনেকে এসব করছেন। এই সমস্ত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন। একইভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সহ সাংবাদিকদের সঙ্গবদ্ধভাবে প্রতিবাদের মাধ্যমে অধিকার আদায়ের আহ্বান রেখেছেন সম্পাদক সুবল কুমার দে।
একইভাবে এই প্রতিবাদে কর্মসূচিতে এদিন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে, সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, জয়ন্ত দেবনাথ, শেখর দত্ত সহ প্রবীণ এবং নবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ কর্মসূচিতে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন সাংবাদিকরা যেহেতু জনগণের কাছে খবর পৌঁছে দেন তাই সাংবাদিকদের উপর আক্রমণ মানে মানুষের তথ্য জানার অধিকার খর্ব করা। আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম ঘটনা ঘটছে এবং এর প্রতিবাদেই আমাদের প্রেস ক্লাবের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করছেন।
তিনি বলেন বাংলাদেশের এসব ঘটনা অবিলম্বে বন্ধ না হলে সারা বিশ্বব্যাপী তার প্রতিবাদে শুরু হবে ।