Home ত্রিপুরার খবর জেলার খবর রাজ্যে স্বপ্ন অধরা প্রধানমন্ত্রীর ! ফের মাটির ঘর ভেঙ্গে অসহায় পরিবার।

রাজ্যে স্বপ্ন অধরা প্রধানমন্ত্রীর ! ফের মাটির ঘর ভেঙ্গে অসহায় পরিবার।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, কৈলাশহর,, ৪ জুলাই,,

কেন্দ্রে বিজেপি সরকারের ১০ বছর বাদেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নপূরণ হয়নি ত্রিপুরায়। রাজ্যে এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘর পাননি নাগরিকদের একাংশ । পাকা ঘর না থাকায় বর্তমান বর্ষা মরশুমে ঘর ভেঙে পড়ে জীবন হারাচ্ছে বহু পরিবারের লোক। নিরাশ্রয় হয়ে অসহায় রয়েছেন অনেকে । মঙ্গলবার রাতে মাটির ঘর ভেঙ্গে পড়ে খয়েরপুড়ে মৃত্যু হয়েছিল এক যুব দম্পতির।

মর্মান্তিক সেই দুর্ঘটনায় মা-বাবা হারিয়ে অনাথ হয়েছেন তাদের এক শিশু সহ নাবালিকা সন্তান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের কৈলাশহরে অতিবৃষ্টিতে ভেঙে পড়লো মাটির ঘর। বসত ঘর ভেঙে পড়ায় অসহায় রয়েছেন সোহেল মিয়ার গোটা পরিবার। সোহেল মিয়া পেশায় একজন দিনমজুর। দুই ছোট্ট মেয়ে সন্তান সহ স্ত্রীকে নিয়ে তিনি মাটির ঘরে বসবাস করতেন। কিন্তু শিলাবৃষ্টিতে কয়েক মাস আগে সেই ঘরের চাল ফুটো হয়ে যায়। এবার অতিবৃষ্টিতে সেই ফুটো দিয়ে বৃষ্টির জল ঢুকে মাটির ওয়াল ধসে পড়ে।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

মাটির ঘর ভেঙে পড়াতে সোহেল মিয়ার মাথা গুজার জায়গা নেই। তিনি আত্মীয় পরিজনের বাড়িতে রাত কাটাচ্ছেন। বর্ষা মৌসুমে সন্তানদের নিয়ে মাথা গোজার জন্য তিনি প্রশাসনের সাহায্যপ্রার্থী হয়েছেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য হল গ্রামীণ পরিবার গুলিকে তাদের “স্বপ্নের বাড়ি” প্রদান করা এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। ২০২৪ সালের মধ্যে সমস্ত গৃহহীন পরিবারকে তাদের মৌলিক সুবিধা সহ একটি পাকা বাড়ি প্রদান করা প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা ছিল। রাজ্যে লাইট হাউস প্রকল্প উদ্বোধনের সময় এই লক্ষ্যকে প্রধানমন্ত্রী নিজের স্বপ্ন হিসেবে উল্লেখ করেছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version