প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ জুলাই,,
ভারী বর্ষণে মাটির ঘর ভেঙে পড়ে মৃত্যু হল ২জনের। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ৩ মাসের শিশু সন্তান। ঘটনা মঙ্গলবার রাতে খয়েরপুর মেঘলি পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তগত ধর্ম টিলায়। মৃতের নাম প্রাণেশ তাঁতি(৩৫) এবং ঝুমা তাঁতি (২৬)। তাঁরা দুজন স্বামী স্ত্রী। রাতে তাঁরা পরিবার নিয়ে সেই অভিশপ্ত ঘরে মধ্যে ঘুমিয়ে ছিলেন। ঘরের ভিতরে তাঁদের সাথে ছিল ৩ মাসের একটি শিশু সহ ১৩ বছরের নাবালিকা আহত রয়েছে।
ঘটনার বিবরণে প্রাণেশ তাঁতির ছোট ভাই জানান রাত সাড়ে বারোটা নাগাদ অতিবৃষ্টির কারণে তাদের ঘর ভেঙে পড়েছিল। ঘুমন্ত অবস্থায় প্রাণের তাঁতি এবং তাঁর স্ত্রীর উপর মাটির ওয়াল চাপা পড়ে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে রানীবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ঝুমা তাঁতিকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁদেরকে রেফার করা হয় জিবি হাসপাতালে। হাসপাতালে আনার কয়েক ঘন্টা পর প্রানেশ তাঁতিরও মৃত্যু হয়। ৩ মাসের সন্তানের অবস্থাও আশঙ্কা জনক। এই ঘটনায় এলাকাতে শোকের ছায়া রয়েছে।