Home ত্রিপুরার খবর পুলিশের মাঝারি স্থরে রদ-বদল; সদরের এসডিপিও পদে ফের দেবপ্রসাদ।

পুলিশের মাঝারি স্থরে রদ-বদল; সদরের এসডিপিও পদে ফের দেবপ্রসাদ।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৪ জুলাই,,

রাজ্য পুলিশের মাঝারি স্থরে রদ-বদল হল বৃহস্পতিবার। পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত বদলির নির্দেশে সদরের এসডিপিও পরিবর্তন করা হয়েছে। সদরের বর্তমান এসডিপিও ডিএসপি দুলাল দত্তকে বিশালগড়ের এসডিপিও করা হয়েছে। সদরের এসডিপিও পদে পুনরায় দায়িত্ব দেয়া হয়েছে ডিএসপি এসবি দেবপ্রসাদ রায়কে। বিশালগড়ের এসডিপিও পান্নালাল সেনকে ডিএসপি এসবি করা হয়েছে। অন্যদিকে টিএসআর ১৩ নম্বর বাহিনীর কমান্ডান্ট এল ডারলং কে এআইজিপি ট্রেনিং করা হয়েছে।এইচ ডারলংকে ১৩নম্বর টি এস আর বাহিনীর কমান্ডান্ট করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version