প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ আগস্ট,,
রাজ্যসভার ১২ টি শূন্য আসনে নির্বাচন ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। ত্রিপুরা সহ দেশের নয় রাজ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ১৪ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩ সেপ্টেম্বর। সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ । বিকেল পাঁচটা থেকে শুরু হবে ভোট গণনা ।৬ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রসঙ্গত আসাম ,বিহার, হরিয়ানা ,মধ্যপ্রদেশ ,মহারাষ্ট্র, রাজস্থান ,ত্রিপুরা ,তেলেঙ্গানা এবং উড়িষ্যা এই রাজ্যগুলিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে।