Home খেলার খবর ওজন বেশি; ফাইনাল খেলতে পারবেন না ভারতীয় মহিলা কুস্তিগির।

ওজন বেশি; ফাইনাল খেলতে পারবেন না ভারতীয় মহিলা কুস্তিগির।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ আগস্ট,,

অলিম্পিকের আসরে মঙ্গলবার মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে কিউবার খেলোয়ারকে টপকে ৫-০ ব্যবধানে জয় পেয়েছিলেন ভারতের ভিনেশ ফোগট। প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি অলিম্পিক্সে কুস্তির ফাইনালে জায়গা নিয়েছিলেন। প্রায় নিশ্চিত হয়েছিল অলিম্পিকের পদক। কিন্তু শেষ মুহূর্তে ঘটে গেল অঘটন। ফাইনালে ৫০ কেজি বিভাগে ওজন করার সময় ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যায় ভিনেশ ফোগাটের। তাতে করে তিনি ফাইনাল খেলা থেকে বাদ পড়ে যান। কুস্তিগীর ফাইনালে নামতে পারবেন না। ভারতের জন্য মোটেও এই খবর সুখকর নয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version