প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ আগস্ট,,
বুধবার ৭ আগস্ট ভারতের জাতীয় হস্তশিল্প দিবস। ব্রিটিশ শাসিত ভারতে ১৯৪২ সালে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আগস্ট মাসেই ভারত ছাড়ো আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল। তাই এই দিনটি ভারতে জাতীয় হস্তশিল্প দিবস হিসেবে পালিত হয়। দেশীয় হস্ত তাঁত শিল্পের উন্নয়নে এই দিনটির বিশেষ মর্যাদা রয়েছে। বুধবার জাতীয় হস্তশিল্প দিবসে আগরতলা পূর্বাশায় গিয়ে হস্ত তাঁত শিল্পের সামগ্রিক ক্রয় করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।
এই দিনে নিজের কেনাকাটার পাশাপাশি মুখ্যমন্ত্রী নাগরিকদের আহ্বান জানান ভারতীয় তাঁত বস্ত্র সহ স্ব-সহায়ক দলের তৈরি বিভিন্ন গৃহস্থালির সামগ্রী কেনার জন্য এবং পরিধানের জন্য। মুখ্যমন্ত্রী এই দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।