প্রতিধ্বনি প্রতিনিধি,,আগরতলা,, ১০ জুলাই,,
রথযাত্রা উৎসব উপলক্ষে আগরতলা ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে প্রসাদ এবং হালকা খাবার বিতরণ করল আগরতলা জগন্নাথ মন্দিরের অখিল ভারতীয় শ্রীচৈতন্য গৌরী মঠের বৈষ্ণবরা। এদিন গৌরী মঠের বৈষ্ণবরা ক্যান্সার হাসপাতালে যান এবং প্রত্যেক রোগীর সঙ্গে দেখা করেন। রোগীদের হাতে জগন্নাথের প্রসাদ এবং অন্যান্য হালকা খাবার তুলে দেন।
এই মানব সেবামূলক কর্মসূচির নেতৃত্বে ছিলেন ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ। তিনি বলেন ক্যান্সার হাসপাতালে যেসব রোগীরা আছে তাদের কষ্টের থেকে নিদানের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করা হচ্ছে। এই প্রসাদে তাদের কল্যাণ হবে এবং দুঃখী মানুষ সুখী হবেন বলে বৈষ্ণবরা আশীর্বাদ করেছেন। হাসপাতালে চিকিৎসা শয্যায় জগন্নাথের রথযাত্রার প্রসাদ এবং বৈষ্ণবদের আশীর্বাদ পেয়ে রোগীদের মধ্যে অনেকটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে।