প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১১ জুলাই,,
নির্বাচনে হেরে ক্ষমতায় পিছিয়ে গেলেও নীতিগতভাবে পিছিয়ে পড়েনি রাজ্য বামফ্রন্ট কমিটি। বরাবরের মতোই নির্বাচন ঘোষণার পর সবার আগে প্রার্থী চয়ন করে মনোনয়নপত্র দাখিল শুরু করে দিল রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব। বুধবার ১০ জুলাই রাজ্যে আনুষ্ঠানিকভাবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। আনুষ্ঠানিকভাবে নির্বাচন ঘোষণার পর ১১ জুলাই থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল। স্বভাবসুলভ ভাবেই প্রথম দিনই মনোনয়নপত্র দাখিল করল রাজ্য বামফ্রন্ট কমিটি।
সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট এদিন রাজধানী আগরতলায় সুবিশাল মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৬ টি আসনে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা করে। আগরতলায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে গিয়ে জেলা শাসক ডঃ বিশাল কুমারের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়। বামফ্রন্টের এই মনোনয়নপত্র দাখিলের মিছিল মেলার মাঠ সদর দপ্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। পঞ্চায়েত নির্বাচনে জয়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম নেতা পবিত্র কর বলেন “যদি সুষ্ঠ ভোট হয় তাহলে আমরাই জিতব।” আগামী ১-২ দিনের মধ্যেই বামফ্রন্টের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। অন্যদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপি জোট জামানায় রাজ্যে অবাধ ভোটের গণতান্ত্রিক পরিবেশ হারিয়ে গেছে বলে অভিযোগ তোলেন। তবে মানুষ এখনো সিপিআইএম এবং বামফ্রন্টের পাশে আছে এবং মানুষের সমর্থন নিয়েই দল এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য নির্বাচন ঘোষণার পর শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এখনো তাদের প্রার্থী তালিকাই চূড়ান্ত করে ঘোষণা করতে পারেনি। কিন্তু বামফ্রন্ট বরাবরের মতোই নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার মধ্য দিয়ে তাদের নীতিগত বৈশিষ্ট্য তুলে ধরেছে।