Home ত্রিপুরার খবর ৮ আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। গণনা ১২ই আগস্ট। জারি হল সরকারি বিজ্ঞপ্তি।

৮ আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। গণনা ১২ই আগস্ট। জারি হল সরকারি বিজ্ঞপ্তি।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১০ জুলাই,,

অবশেষে সরকারি বিজ্ঞপ্তি জারি হল রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা হবে ১২ আগস্ট। প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারবেন ১৮ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ১৯ জুলাই। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই। ৮ আগস্ট সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। ১৭ই আগস্টের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ের সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে সরকারিভাবে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করা হবে। রাজ্য নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত আইএএস শরদিন্দু চৌধুরীর স্বাক্ষর মূলে এই নির্দেশিকা জারি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version