প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৬ আগস্ট,,
মঙ্গলবার সকালে দুই মহিলা নেশা কারবারিকে গ্রেফতার করল সোনামুড়া থানার পুলিশ। তাদের নাম যথাক্রমে পেয়ারা খাতুন(৪৭) এবং শাহিনা আক্তার(৩৭)। তারা মনির হোসেন নামে একই ব্যক্তির স্ত্রী এবং কালাপানিয়াতে একই বাড়িতে থাকেন। ঘটনার বিবরণে জানা যায় ২৪ ঘন্টা আগে সোনামুড়া থানার পুলিশ মনির হোসেনের বাড়িতে নেশা সামগ্রি উদ্ধার করেছিল। তারা দুজন মনের হোসেনের স্ত্রী বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশের আরো দাবি তারা দুইজন মাদক কারবারের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। তাই পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেফতার করেছে।