Home আন্তর্জাতিক সংবাদ আগরতলায় কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি; “ভোট চোর গদি ছোড়” স্লোগানে সোচ্চার কর্মী সমর্থকরা।

আগরতলায় কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি; “ভোট চোর গদি ছোড়” স্লোগানে সোচ্চার কর্মী সমর্থকরা।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,৩০ আগস্ট,,

বিজেপি সরকার ও নির্বাচন কমিশন দ্বারা ভোট চুরির প্রতিবাদে শনিবার আগরতলা রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের রাজ্যভিত্তিক আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির ত্রিপুরা রাজ্য ইনচার্জ সপ্ত গিরি সংকর জি, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ত্রিপুরা রাজ্য ইনচার্জ ক্রিস্টোফার তিলক সহ প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যরা।

কংগ্রেস এদিন রাজ ভবন অভিযানের কর্মসূচি হাতে নিয়েছিল বলে জানা গেছে। কিন্তু শেষ সময়ে গণেশ চতুর্দশীর বিসর্জনের নাম করে জেলা পুলিশ প্রদেশ কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিকে চূড়ান্ত সময়ে সার্কিট হাউজের আগেই আটকে দেয়। একবার নয়, পরপর তিন বার জেলা পুলিশ সুপার কংগ্রেসের প্রচার মঞ্চ সজ্জিত গাড়ি এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে দেয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন কংগ্রেস নেতৃত্ব। বিধায়ক সুদীপ রায় বর্মন আগাম অনুমতি দেওয়ার পরও চূড়ান্ত সময়ে কংগ্রেসের কর্মসূচির জায়গা দফাই দফায় বদল করার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা জানান। তিনি প্রকাশ্য রাজপথে পুলিশকে শাসক দলের গোলাম বলে মন্তব্য করেন।

একাধিক বার জায়গা বদলের পরও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এদিন আগরতলার বুকে দাঁড়িয়ে নিজেদের কর্মসূচি পালন করেছেন। সেই প্রতিবাদ কর্মসূচি থেকে মোদি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে স্লোগানে সুচ্চারিত হন কর্মী সমর্থকরা। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উৎসাহ লক্ষ্যনিয় ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version